মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ধৃষ্টতা

রেখা আক্তার
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
ধৃষ্টতা

কী অদ্ভুত নিয়ম গড়েছ তোমরা!

প্রসঙ্গটা যেখানে আমার সেখানে তোমরা কী ভয়ংকরভাবে তেড়ে আস

নির্লজ্জ ধৃষ্টতায় অকপটে কেটে দিতে চাও আয়ুরেখা

এখনো রদ খোলার চিরল বিরল চাম্বুল গাছের নিচে তোমাদের মেলা বসে

গুনগুন রব ওঠে রমণের খুব

পানকৌড়ি ছক্কা পাঞ্জার গুটি চালে নিঃস্ব অবেলায়

ক্ষুয়ে আসা অপূর্ণ দীর্ঘশ্বাসটা এখনো ঝুলছে বাতাসের কার্নিসে

অথচ, চুম্বনের ঘ্রাণ শুকে শুকে টিকটিকিটা খাড়া পাহাড় ওঠেই গেল।

এই যে অনাদুরে মেঝেতে শুয়ে আছে স্যাতস্যাতে আঁধার

দূরে আলোর অদ্ভুত নৃত্যরত ছায়া অঙ্গুলি

এদের সাথে আমার আজন্ম বোঝাপড়া চলতে থাকবে

কেউ আছ মধ্যস্ততা করবার দ্বন্দ্ব মেটাবার?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে