মার্চ আসলেই দেহে ঝড় হয় ভয়াল রক্তস্রোতে
অশ্রম্নর ফোঁটা অনুভবে মেশে যমুনা হোয়াংহোতে,
মার্চ আসলেই ঘুমঘোরে বলে শহীদের কংকাল
'থাম থাম তুমি লিখো না কবিতা, খামোশ হে কবিয়াল।
রক্তের দামে তোমাদের মাঝে দিয়েছি যে স্বাধীনতা
কতটুকু তার মূল্য দিয়েছ, এ কেমন নীরবতা?
শেয়াল শকুনে খাবলে খাবলে দেশটা করছে শেষ
তবুও তোমরা চুপচাপ আছো এই কী বাংলাদেশ!
যে দেশ স্বাধীনে আমরা সেদিন রক্ত দিয়েছি ঢেলে
তার প্রতিদান এরূপে দিচ্ছ হায়রে দামাল ছেলে!
থেকো না ঘুমিয়ে, ওঠো ওঠো ওঠো করো না দেশটা ক্ষয়
মার্চ এসে গেছে এ মার্চ মহান মার্চের করো জয়।'