অন্তর্জালে যুদ্ধবিধ্বস্ত গাজার
একটি রক্তাক্ত শিশুকে দেখে শিউরে উঠেছি
এমন অশ্রম্নতপূর্ব নির্মমতা প্রত্যক্ষ করেনি কখনো পৃথিবী
বেশিক্ষণ সেই ছবির ওপর দৃষ্টি রাখা সম্ভব হয়নি
অন্তরাত্মা কেঁদে উঠেছে বারবার
এরপর থেকে বিষয়টি মনের আকাশে
সারাক্ষণ ঝড়ের তান্ডব দেখিয়েছে
গভীর নিশিথে ফিলিস্তিন যুদ্ধে নিহত শিশুরা
স্বর্গের বিহঙ্গ হয়ে নেমে এসেছিল মর্তে
দীর্ঘক্ষণ কথা বলেছে আমার সাথে
ওরা বলল, এ পৃথিবী থেকে সকল ধর্মকে
নির্বাসনে দাও,
কিংবা ব্যক্তিগত চর্চায় প্রাধান্য পাক
ভুলে যাও সাম্প্রদায়িক বিদ্বেষ
প্রকাশ্যে থাকুক কেবল মানব ধর্ম,
দেখবে তাহলে অনেক শিশু-নারীসহ নিরস্ত্র মানুষ
অকালপ্রয়াণ থেকে বেঁচে যাবে
আবার আকাশে উড়বে শান্তির কপোত।