মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

জ্ঞান চক্ষু খুলে যায়

রনি অধিকারী
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
জ্ঞান চক্ষু খুলে যায়

জ্ঞান চক্ষু খুলে যায় একবিংশ শতাব্দীর রক্তাক্ত প্রজন্ম

ঝুলন্ত চাঁদের ভাঁজে ভাঁজে স্বস্তির নোঙর ফেলে,

প্রত্যাবর্তনের গভীর ঘুম কেড়ে নেয়, মুমূর্ষু সময়

যন্ত্রণায় আড়ষ্ট শরীরে ঘর্ষণের শব্দ হয় গুহার ভেতর।

উন্মুক্ত স্মৃতির প্রতিচ্ছবি ঘোলাটে আঁধারে প্রতিম্বিত হয়;

সতত পতঙ্গময়ী অভিশাপগুলো আশীর্বাদ হয়ে ওঠে

অজস্র নিবিড় আশীর্বাদগুলো অভিশাপের প্রলেপ পড়ে।

মৃতু্যমুখী দাপাদাপি করে মৃতু্যর শরীর

ছলচাতুরী পাথর ভাঙে, কষ্টি সে পাথর;

ওদিকে ঈশ্বর ওৎ পেতে বসে আছে মৃতু্যর উলস্নাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে