আড়ালে রহস্য ভরা যে বিস্ময়
তোমার ভেতরে
তাকে পাই কুঞ্জবনে পুষ্পে
লতাগুল্মের গোপন সারল্যে
যদিও চলতে চলতে ক্রমে
জটিল হয়েছে পথ
যেভাবে ভোরের সূর্যোদয় মাঝে মাঝে
অর্থহীন হয়ে পড়ে মেঘাবৃত কুয়াশায়
তবু পথচলা থেমে নেই
সংকটে প্রবল অর্থহীনতায়
চিরদিনের পথিক, যাত্রী যারা অন্ধকারে
পথের রেখায় কেবল তাদেরই জন্য
থাকে আলো।
ব্যর্থ যারা পারাপারে
তারা থাকে অপর আলোয় লৌকিক আশ্রমে
থাকে ফুলের শয্যায় কাঁটার আঘাত সয়ে।
ফুলের সৌরভ খুঁজে
আমি লীন, অভিযাত্রিক পুনশ্চ
সহস্র কাঁটার মাঝে
পলস্নবিত তোমার শাখায়।