জ্যোৎস্না পোড়ার উপকথা

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

অনিন্দ্য নূর
একবুক জ্যোৎস্না নিয়ে পুড়ছে শহর- প্রার্থনার দুয়ারে দুর্বিপাক অভিশক্তির বলয়। কথাদের ভিড়ে শুধু নিখোঁজ সংবাদের ধ্বনি শহর ভরা হৃদয়ে নীল মৃতু্যর আহাজারি। পাঁজরে পাঁজরে শূন্য দালানে খোলা বাতায়ন অতঃপর কুঁড়েঘর থেকে কংক্রিট তারপর- সূর্যটাও ঝলসানো মাংসের মতো তীব্র রক্তাভাব। দগ্ধ প্রাণ আর নগ্ন দেহ নিয়ে বেনামি অনন্ত পথ হাঁটাদের নক্ষত্রের মতো অম্স্নান। অন্ধ কালো ধোঁয়ার ঝড়ে কখনো কখনো \হভেসে আসছে তীব্র ঝরা ফুলের সৌরভ।