মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

একবিংশ শতাব্দীর দীর্ঘশ্বাস

সাগর আহমেদ
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একবিংশ শতাব্দীর দীর্ঘশ্বাস

পৌষের রাতে নক্ষত্রের নিচে চাঁদের নরম

আলোয় হাঁটি তোমার হৃদয়ের আলপথ ধরে

তুমি আসবে না জেনেও মিথ্যা আশায় ডানা ঝাপটায়

হৃদয় নামক বোবা পেঙ্গুইন।

তোমার শহরে আজ শিউলি ফুটে দিগন্তের ক্যানভাসে

আঁকো মিলনের ছবি অতিথি পাখির মতো

চলে গেলে আমার শহর ছেড়ে

এই শোক আমি কি করে বইবো?

যে শহরে তুমি নেই সেখানে অপ্রত্যাশিত অন্ধকার

শরীরের সাথে আগুনে মেলামেশা

একবিংশ শতাব্দীর দীর্ঘশ্বাস বুকে চেপে আছি

যেন মৃতু্যর চেয়ে খুন হওয়াটা ভালো ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে