এই যে তুমি দুপুর ক্ষণে তীরে বসে
গুনগুন সুরে সুর মিলাও- আর;
দক্ষিণা ফাগুন হাওয়ায় তোমার
মাথার কেশ উড়ে এলোমেলো,
উদাসী প্রেমে বসন্তের ছোঁয়ায় ছেয়ে
দেখে হৃদে নিশাকান্ত ছায়া
অজান্তেই জাগে আঁখিতে মায়া!
মনে হচ্ছে তোমার থাকাতেই দু্যলোক,
না থাকাতেই অনন্তকালের দ্বন্দ্ব!
আচমকা মনে হয় বেঁচে থাকাটা
এক অনবদ্য কালোছায়া,
এই দীর্ঘ নিঃশ্বাসের অনুভূতিটা
কি ভালোবাসা নয়?