মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

তার নাম স্বাধীনতা

বজলুর রশীদ
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
তার নাম স্বাধীনতা

একুশ তার গন্তব্যের পথে...

স্বপ্ন দেখি দিন দুপুরে সন্ধে রাতে

বাতির ঘরের আলো গিলে গিলে

কেউবা ব্যবহৃত বাক্যের শরীর হয়

এই জন্ম-জন্মান্তরে কথোপকথন,

বইয়ের শিরোনাম নিয়ে উপমার শেষ নেই

সেখানেই বহমানে উজাড় একুশে বইমেলা

অন্তত বইপ্রেমীর শিরোনাম হও

যেন শিল্পী জীবন আঁকে রূপান্তরে

এইভাবে জন্ম নেয় ভালোবাসার পাঠ।

হয়তোবা-

উন্মাতাল বইপ্রেমী হয়েছে বাঙালি-

অবারিত স্বপ্নে শেকড়ের কথামালায়।

অতপর, আমাদের অস্তিত্ব জেগে আছে

মাথা উঁচু করে- তার নাম স্বাধীনতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে