এখানে চারদিকে কেমন সবুজ!
শান্ত বাতাস স্নিগ্ধ আলোড়ন,
যে মাঠের মাঝখানে সরুপথে-
কে যেন যাচ্ছে হেঁটে
দূরে আরও-
এই নিবিড় সবুজের সাথী হয়ে,
যাচ্ছে হয়তো তার গ্রামে
যেখানে ছোট্ট ঘর।
এইমাত্র কয়েকটি পাখি উড়ে গেল
মাথার ওপড়ে,
ওই যে গাছের ডালে-
বসে আছে মাছারাঙা পাখিটি-
কমলা-নীল পোশাক পরে!
এবং হঠাৎ কী ভেবে যে
উড়ে গেল দূর কাশবনে।