বাংলায় নেমেছে হলুদ বসন্ত
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মেহেদী মাসুদ
আজ বাংলায় নেমেছে হলুদ বসন্ত।
দিকে দিকে সেজেছে প্রকৃতি হরেক রঙে।
পরাণে পড়েছে টান আগমনী সুর বাজিছে,
দখিনা দুয়ার খুলে দাও প্রিয়-
শরীর জুড়াক আজ অনুরাগী বায়ু মেখে।
কোকিলের কুহুতানে আর প্রজাপতির হলুদ ডানায়
বসন্ত নেচে ফিরছে অনন্ত স্রোতে,
অশোক, পলাশ, মহুয়ার ডালে ভাসছে,
গর্বিত জননীর রঙিন আঁচল।
আজ বাংলায় নেমেছে হলুদ বসন্ত।
জানি আসবে তুমি জোয়ারের খেলায়,
এই তো-
আনন্দ বাগিচায় উড়ছে তোমার হলুদ শাড়ি।
দক্ষিণের মৃদুমন্দ বাতাস, আম্রমুকুলের মৌ মৌ গন্ধ
আর কৃষ্ণচূড়ার রক্তিম উলস্নাস
সব কিছু ছুটছে তোমারই দিকে।
চারদিকে আজ প্রাণের গুঞ্জন
নব উদ্যমে নতুন জীবন জাগছে।
সময় এখনো ফুরিয়ে যায়নি
অসীমের কেবল যাত্রা হয়েছে শুরু।
সুন্দরের শরীরের ভেতরে
নতুন করে রক্ত সঞ্চার করছে গ্রন্থিগুলো।
বাসন্তীপূজা আর দোলযাত্রায়
মেতেছে বাঙালি স্বপ্নের উৎসবে।
আজ বাংলায় নেমেছে হলুদ বসন্ত।