মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

মোম ও তার ভেতরের সুতা

কোমল দাস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মোম ও তার ভেতরের সুতা

সুতা সুধায় মোমের কাছে পরানকাড়া সুরে

অনলদাহে আমার দেহ মলিন হলো পুড়ে,

কিন্তু তুমি কাঁদছ কেন বুঝতে নাহি পারি

কীসের দাহে তোমার হিয়া হলো এমন ভারি?

মোমে বলেন সুতার কাছে এটাই ভালোবাসা

বুকের মাঝে পুড়লে তুমি কোথায় পাব হাসা?

গভীর প্রেমে তোমায় আমি আগলেছি গো বুকে

কেমন করে থাকব সুখে মরলে তুমি ধুঁকে?

তুমি আমার বুকের মাঝে যেন নয়নমনি

তোমার দাহে কেমন করে করব বনাবনি?

রইবে না-কি মনি ছাড়া চোখের কোনো জ্যোতি

তোমার ছাড়া আমার ওগো তেমনই যেন গতি!

নয়ন-বারি তাই তো ঝরে শুধুই অবিরত

তোমার শোকে ওগো স্বজন হলাম ক্ষত-বিক্ষত!

সুতা বলেন দুঃখ ভুলে জগৎ আলো করো

সকল জরা ঝলসে দিয়ে আলোর ধরা গড়ো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে