মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দুপুরের রোদে তুমি হাঁটছ

নজরুল হায়াত
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দুপুরের রোদে তুমি হাঁটছ

দুপুরের এই ঝকঝকে রোদে তুমি হাঁটছ অনিলা

তোমার গ্রীবায় অবিন্যস্ত চুল

আকাশ ডেকেছে ভেবে নীল ঠিকানায়

বাতাসের সাথে মগ্নতা খেলে খেলে

বৃষ্টির পাখা ছুঁয়ে দূর দেশে উড়ে চলে যায়,

ওগো অনিলা, তোমার শরীরে আজ বন্য বসন্ত

রৌদ্র ফুটিয়েছে কুচি কুচি জুঁইফুল

বুনো মৌমাছি হৃদয়ে বুনেছে নীলচে আগুন

এই ফাল্‌গুনে তুমি আজ কার মনে বিষ রুয়ে যাও

ওগো অনিলা, কার বনে লাল রঙা বিষাদ ছোঁয়াও?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে