স্মৃতির বাক্স
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদা ফারহানা
স্মৃতিরা আমার গল্পে,
কবিতায় আশ্র্র্র্র্র্র্রয় নিতে চায়
বরাবর আমাকে ফাঁসায় অবলীয়ায়
আমি কেমন অনুভব করি
ভালোবাসায় ভরা গন্ধরাজের আকুল আবেদন
আমি সিন্ধান্ত নিতে হিমশিম করি
আমার বিস্তর আলাপ এর ফারাকের মাঝে
লুকিয়ে আছে এক ইতিহাস সংস্কৃতি,
আমি হাঁটু জলে নেমে যাই
খুঁজে ফিরি হারানো মানিক
জানি সব পথ ঠিকানা পায় না
তবুও জমিয়ে রাখি সব স্মৃতির বাক্স!