শেষ হ'য়ে এলো
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জহীর হায়দার
রঙ ভরা মধু-জীবনের
অমূল্য সময়তো শেষ হ'য়ে এলো কবি,
\হশেষ হ'য়ে এলো
মুক্ত-প্রাণ, সবুজাভ কবিতার নিঝুম প্রহর
এমনকি, নীরব-নিশ্চুপ গাম্ভীর্য মোড়া
পাহাড়ের অদ্ভুত ওই সূর্যটাও
নিঃশব্দে হেলে পড়ছে সুদূরে :
স্তব্ধতার উন্মুক্ত জীবন নিয়ে নির্বাক এ আমি
সঙ্গীহীন হেঁটে যাব এবার,
\হহেঁটে যাব পৃথিবীর শূন্যতার
ওই নির্জন পথে হঁ্যা,
পরিপূর্ণ হৃদয়ের জলসিঁড়ি বেয়ে
জীবনের অনন্য এক নীরবতার
অন্য মোহ জড়িয়ে ধীর পায়ে
\হহেঁটে যাব অন্য কোনো পথে...