মানুষের মুখে পাথর এঁটে দাও
ফোসকে বেরোবেই কথার ফুলকি
পাঁজরের গহীনে পাথর বসাও-
ব্যাকুল ভাষারা বেরোবেই
হিরা গুহাতেও ছিল প্রকান্ড পাথরের জটলা
অথচ ওখানেও একটা উচ্চারণ এসেছিল
'পড় পড়, তোমার প্রভুর নামে'
এভাবেই ভাষারা বেড়িয়ে আসে-
সমাজে মানুষের ভেতর মিশে যায়
মানুষের মুখে মুখে রটে যায়
সালাম বরকত লও সালাম-