আমার মায়ের পায়ের শব্দ শুনেই বলতে পারি
এ আমার মায়ের পায়ের শব্দ, আমার মা বড় বেশি সাবধানী,
সারা সময় সন্তানের কল্যাণচিন্তা, তার একটুও স্বস্তি নেই
সন্তানকে আগলে রাখে সব সময়,
রাতে তার সন্তানের ঘুম যাতে না ভাঙে সেজন্য খুব সাবধানে
পা টিপে টিপে হাঁটেন
নীরবে কাজ করে যান
আমি আমার মায়ের পায়ের শব্দ বুঝতে পারি,
আমি আধো জাগরণে মায়ের সতর্কতা সব সময় টের পাই,
মায়ের অকৃপণ ভালোবাসা আঁচলের ছায়া সন্তানের ওপর সর্বদা থাকে
মা তুমি আমার স্বর্গ ছায়া
তোমার পা স্পর্শ করে সুখ পাই, মা তোমার পায়ের শব্দ সর্বদা সুখ ছড়ায়।
মা আমি তোমার পায়ের শব্দ কান পেতে শুনি,
তোমার পায়ের শব্দ শুধু সুখ ছড়ায়।