একুশকে সম্মুখে রেখে
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দুলাল সরকার
একুশকে সম্মুখে রেখে নিজেকে
প্রশ্ন কর, অর্থপূর্ণ জীবন বিকাশে
কতটা এগিয়েছ? ইতিবাচক জীবন
প্রক্রিয়ায় কতটা নিবেদিত তুমি-
প্রশ্ন কর, সৎ ও সুন্দরের প্রতি দায়বদ্ধ
থেকে জীবনের আলোকিত স্পন্দনের প্রতি বিশ্বস্ত কতটা?
ভেবেছ কি জীবনের নতুন মাত্রায়
যুক্ত হয়েছে কত নীল সমুদ্রের
অমিত বিক্রম... দেশ ও মৃত্তিকার প্রতি
শ্রদ্ধাশীল হয়ে, শেকড়কে চিনে
কায়মনে হয়েছ বাঙালি?
কতটা উদ্বুদ্ধ হয়ে শ্রেণি বৈষম্য রোধে
ভূমিকা রেখেছ,
ভালোবেসে মাটি হৃদয়ে ধারণ করে
বাংলার প্রকৃতি, ডালে ডালে
পলাশের ফোটা, রক্তস্নাত একুশের কথা
পরেছ কি চেতনায় একুশের
মেধাবী পালক, জ্বেলেছ কি
অগ্নি মশাল?
বল, এই শ্রেষ্ঠ অর্জনের পাশে
কি রকম ছন্দবদ্ধ তুমি
জীবনটা এগিয়েছে কত?