সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

একুশ

মিতুল সাইফ
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একুশ

এই রক্তকরবীর রঙে সেদিন রাঙানো ছিল রাজপথ

আগুন বাতাসে বুকের দহনে জ্বলছিল দশদিক

দানবের বুলেটের মুখে মিছিলে স্স্নোগানে

রক্তে এঁকেছিল গোটা বাঙালির মুখ।

ছোট বোনটির হাতছানি

ছোট ভাইটির আধো আধো বোল

মায়ের আঁচল ফেলে

বাবার কোমল হাত ছাড়িয়ে মৃতু্যকে ডেকে-

নিয়েছিল যারা, তারা আমাদের ভাই

তারা পৃথিবীর সব মায়েদের ছেলে

তারা পৃথিবীর সব ভাষার বীর

তারা ফুল-পাখি

তারা আমাদের ভোর।

তারা মুক্তিকামী বিশ্বজনতার নিত্যদিনের সাহস।

এ অক্ষরগুলো লাল

এই গানের পঙ্‌ক্তি কবিতার ভাষা ভায়ের বুকের খুন

মায়ের চোখের জল বোনের বুকের চির হাহাকার

বাবার না বলা বহু বেদনার ক্ষোভ।

শিশু,

তুমি কার বুকে হাঁটো, হামাগুড়ি দাও

যে কথা তোমার মুখে

এই সবকিছু বড় দাম দিয়ে কেনা

কারো উপহার নয়।

বাতাসের গায়ে শেকল পরিয়ে

মরনের সাথে গলাগলি করে

রক্ত নহর প্রাণের দামে

লড়াই করেই জয় করে নেয়া

মুক্তির রোদ্দুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে