সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

পথ

হাফিজ উদ্দীন আহমদ
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পথ

পথ নিজেই হারিয়ে গেলে

কি করে সে পথ খুঁজে পাব আর?

দৈবাৎ পৃথিবীর একটি অংশে

পতিত হয়েছি বলে

নিড়ানি কাঁধে নিয়ে

খুঁজে ফিরি পরিচয় সত্তার।

আমার পক্ষপাত নেই

কংক্রিট বিছানো কোনো নগরীর প্রতি

এবং বিন্দুমাত্র নেই অভিলাষ

শুয়ে থাকি চিৎ হয়ে ভূমিশয্যায়

এ মাথার নিচেতে থাকে কী শ্যামল ঘাস

একটা পিঁপড়াও তার পথ খুঁজে

চলে যায় দৃপ্তপদে

আমার পথটাই কদর্যভাবে

ডুবে আছে পংকিল জলে

রোজ দেখা জ্যোতিষ্কের ঘোমটা খুলে

এ আকাশটা কেন আজ ঠেকে অচেনা

সীমাহীন বিস্ময়ে তাই

চোখ তুলে চেয়ে আছে সাগরের ফেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে