মুখ দেখা হয়নি আমাদের
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাবুল আনোয়ার
পরিকল্পিত দীর্ঘ সফরে আমরা
কোনো সমুদ্র সৈকত বা কোনো পাহাড়ে
বেড়াতে যেতে চাইনি
আমরা আমাদের গচ্ছিত কথামালা
শুনতে চেয়েছি পরস্পর
দেখতে চেয়েছি একে অপরের মুখ
আমাদের জমিয়ে রাখা দুঃখ
না পাওয়ার ব্যর্থতা
জন্মান্ধ দীর্ণ সময়গুলো
মুক্ত হাওয়ায় ভাসিয়ে দিতে আমরা
এক বিকালকে বেছে নিয়েছিলাম
নির্জনতাকে ধারণ করে আমরা
দূর আবাহনে মেলাতে চেয়েছি হৃদয়
ছোট ছোট দুঃখগুলো আরও
সজীব হয়ে উঠবে মৃদু হাওয়ায়
নতুন করে সুখী হবো আমরা
এ ভাবনায় ব্যাকুল ছিলাম সবাই
আকাশ আসেনি নেমে আমাদের মাঝে
সাগর ডাকেনি একান্ত প্রণয় আবেগে
ব্যক্ত কথামালা উড়ে গেছে হাওয়ায়
অব্যক্ত কথাগুলো মিশে গেছে আঁধারে
নতুন করে পুরানো ব্যথাগুলো
সরবে ঘিরে ছিল সেই বিনম্র সন্ধ্যা
পরস্পর মুখ দেখা হয়নি আমাদের।