রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সানাই জিজ্ঞাসা

রাশেদুল ইসলাম
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সানাই জিজ্ঞাসা

সবুজ স্বপ্নের উচাটন হলুদ হয়ে ঝরে গেল,

পাথর ঘষে জ্বালানো আগুন সামান্যশ্রমে নিভিয়েছে; ফুঁ!

বিচারক সমালোচিত ব্যক্তিবিষয়ে শাহদত উঁচিয়ে চিহ্নিত করে

\হখিলখিল হেসে পরবর্তী সালিশে গেছে।

উৎকট পৌষের উপমা বুকে লেপে হাহুতাশ জপতে জপতে পথ হারিয়েছি।

উত্তরের বাতাস বুকে লাগে, দক্ষিণা পিঠে, পূর্ব, পশ্চিম দুই পাঁজরে;

কোনটার পাকড় নেবো বল তো শূন্য!

তরল আয়, কঠিন আয় বায়বীয় ভাবনা পিষে দখল নে।

\হনৈমিত্তিক বিশ্বাসের ধার শোধা কৈলাসবৃত্তি হজম হয় না আর।

\হটিকে থাকার বঞ্চনা গন্তব্য বানিয়ে দৌড়-দৌড়!

\হকি হলে কোথায় গেলে কেমন করলে এ নিকষ ঘুচবে, সানাই?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে