ভাষার স্বাধীনতা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আবু হেনা মোস্তফা কামাল
মায়ের মুখে শেখা বুলি তৃপ্তিতে কই কথা, পাখির ভাষা বুঝবে পাখি এটাই স্বাধীনতা। মনের আশা মনের খোরাক- মনের চাওয়া যত, যায় কি বলা যায় কি বোঝা নিজের ভাষার মতো? কাঙাল আমি বাঙাল আমি বাংলা মুখের বুলি, সেই বুলিটা বর্ণমালায়- সাজায় রঙিন তুলি। বর্ণমালার শেকড় ধরে যতই মারো টান, উপড়ে ফেলা নয়কো সোজা বাংলা মায়ের গান। ফেব্রম্নয়ারির এক তারিখে- ভাষার মাসের শুরু, বাংলা ভাষা জগৎজুড়ে সব ভাষারই তরু। রক্ত দিল ভাষার আশায় বাঙালি সেই বীর! বর্ণমালার ভেলায় এনে ভরলো মনের নীড়।।