রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

অসময়ের রাত

নাসরীন খান
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অসময়ের রাত

অসময়ের রাত এত লম্বা

শেষ হয় না যেন

গভীর বেদনায় ছেয়ে থাকে।

চাঁদের হাসি, তারার ঝিলিক

তখন বিরহ জাগানিয়ার বার্তা দেয়

দূর থেকে কষ্টরা হাতছানি দেয়।

গাছগুলো একা এক ভূতুড়ে পথহীন-দেশে

নিরুদ্দেশের জানান তুলে মনে

কোত্থেকে এক অজানা শঙ্কায়

ভারী হয় বুকের পাঁজর আরও।

রাত এত লম্বা হয়?

চোখের পাতারা টানটান হয় বিষাদ ভারে

ঘুমেরপরী পরীক্ষায় ফেলে

প্রহসন করে দূর থেকে।

আরও লম্বা করে রাতের যাত্রা

তীর্থের কাকের মতন অপেক্ষা ভোরের

পাখির কলতানের অপেক্ষা

নদীতে মাঝির ছুটে চলার অপেক্ষা

হুইশেল দেওয়া যানদের অপেক্ষা

যারা নিস্তব্ধতা ভেঙ্গে দিবে

দুঃসহ এ রাতের

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে