একদিন সুরভী উদ্যানের দৃশ্য দেখে শিক্ষা নিই!
এখন বিষণ্ন মনটা প্রতিদিন সুস্থ হয়ে উঠছে;
গভীর আনন্দে কাটে সুন্দরের সকাল।
কেবলই ঘাম ছুঁয়ে হেঁটে চলা পথটায়
জীবনের কতকিছুই স্মৃতি হয়ে থাকে।
সন্ধি করি অভ্যস্ত হওয়ার বাসনাকে ঘিরে
কোনো রুগ্ন শরীর আমার জন্য নয়।
অতপর, ভুল ঠিকের হিসেব কষে বুঝিয়ে দিয়েছি-
চোখের কালো ঘুম ভেঙে জেগে ওঠে অনির্বাণ মিছিল।