সেদিন বেলকনিতে

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শুভজিত দত্ত
বেলকনিতে মাথা রেখে তুমি অপলক দৃষ্টিতে চেয়েছিলে চোখের ভাষায় তোমাকে খুব বিষণ্ন লেগেছিল সেদিন তোমাকে এতটা বিষাদের সুর কখনো ছুঁয়ে যেতে দেখিনি বিষণ্নতার কালো মেঘগুলো জড়ো হয়েছিল হয়তো সেদিন সেই হাসিমাখা মুখটা কেমন বিবর্ণ লেগেছিল হঠাৎ করে নিজেকে মনে হয়েছিল পাহাড় সমতুল্য অপরাধে দন্ডিত আমার কোন কথা যে তোমাকে বিষাদের সাগরে ভাসিয়ে ছিল তোমাকে না বলা কষ্ট আজ তাই আমাকে যন্ত্রণা দিয়ে যায়