হলুদমাখা ফাগুন
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বদরুল হায়দার
হলুদমাখা ফাগুন ফোটে তোমার হৃদয়ে। কৃষ্ণচূড়া
রাধাচূড়া শিমুল ফুলের মতো তুমি ফুটে থাক প্রকৃতিতে।
শুভেচ্ছা দূতের মারফতে তোমার মনের অভিমুখে
পাঠিয়েছি বার্তা। মানকচুর বিরাগে তোমার অস্তিত্বে
ফোটে রাতপদ্ম। বদ্ধ দুয়ারের তালা খুলে আমি
মহামূল্যে জীবনকে করেছি সমৃদ্ধ।
\হমন মাতানো ছন্দের কারুকাজে অবারিত নিজেকে হারাই।
তুমি একাকী মনের ঘরে বোবাস্বরে প্রয়োজনের অধিক
আয়োজনে তুলনা ভূগোলে তৈরি কর প্রলোভন।
সম্ভাব্য ঝুঁকির তোলপাড় লাভ ওয়্যারে তুমিও অহেতুক
টার্নিং পয়েন্ট খোঁজো জোড়াভাঙা মন।
হলুদ বসন্তে তুমি নিত্যানন্দে ছলনা লুকাও। ইচ্ছা পবনের বনে
তুষের আগুনে আমি হৃদয় নামায় যোগ করি প্রেমের অজানা।
হলুদ পাখির ডাকে কেন তুমি অতিথি হয়ে আস না।