শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ছাতির ওপর বটের ছায়া

কোমল দাস
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ছাতির ওপর বটের ছায়া

এভাবেই কি ঘুমিয়ে যাবে আশা?

এটা ভেবেই আঁতকে ওঠে মন!

দুর্গভেদী অনুভবের ভাষা

নিরাশ হয়ে সাজাই আগ্রাসন।

বিনা মেঘেই বৃষ্টি নামাই রোজ

শৈলশিরা খাপ এলিয়ে চলে,

ধূসর নিশি করে আলোর খোঁজ

ভিক্ষা মেগে ভাগ্য ভাগ্য বলে।

বুঝি না সে বধির নাকি কালা

তা না হলে কীসের এতো ক্ষোভ?

ভালোবাসায় কেনই বা তার জ্বালা

ভাগ্য কেন এতটা দুর্লভ?

কেনই বা তার দায়সারা এই ভাব

অসহায়ে হয় না কেন মায়া?

তেল মাথায় তেলের ওপর গাব

ছাতির ওপর কেন বটের ছায়া?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে