যদি যেতেই হয় তো যাব
ভাঙতে ভাঙতে দুমড়ে-মুচড়েই যাব।
কেন যাব না?
পেন্সিল আঙুলের প্রান্ত ছুঁয়ে
খেলেছি যে অবিশ্বাসের খেলা
সে খেলায় তুমিও ছিলে।
অতিক্রমের মাঠ নিতে নিতে
ভুলভাল অজস্র নামতা যে পড়েছি
সে-ও তো তোমারই ঠোঁটে।
বনজ মৃত্তিকায় নক্ষত্র বুনতে গিয়ে
তোমাতেই বুনেছি হাজারো মরণ।
বিত্তহীন হাড়মজ্জায় জমেছে যে
অবিনাশী ফ্যাট ও ফাটল
তা তো তোমারই জলচোখের
শ্যাওলা কাজল।
অসম্ভবের এইসব আকর ছিঁড়েছুড়ে
যদি যেতেই হয় তো যাব
একশোবার যাব।
সবকিছু উগড়ে দিয়ে তবে যাব
তোমার পাঁজরসুদ্ধ, শেকড়সুদ্ধ যাব।