অভাব
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
সোহেল রানা
তবে এ কথাও সত্য যে, অভাবের ঘার্মাক্ত শরীর লতিয়েই
আজ আমি চিকচিক
অভাব নাস্তি ভাতমাছ পোশাকাশাক ও দৈনন্দিন জীবন-সরঞ্জামাদি-
নির্মিত বড় বড় প্রাসাদ
কংক্রিটের পথঘাট, উন্নয়ন রোল!
এবং নির্মিত হচ্ছে মানবসভ্যতার প্রাচীর।
একটা শূন্যতা, শূন্যতা আর হাহাকার হাঙরের ক্ষুধা হয়ে অনলস গোগ্রাসে-
ধীরে ধীরে গিলে নিচ্ছে সমাজ-সংস্কৃতি-কৃষ্টি কালচার-
এমনকি সকালের শিশির এবং গোধূলি-রক্ত রংও!
আমার খুব ইচ্ছে করে ওই উদাম আকাশের তলে
অভাবের ঘার্মাক্ত শরীরে ভিজতে-
৮৮ বন্যা।