একটি অরণ্য জনমিতি আর অবশিষ্ট পৃথিবী আমার
সেই নীলকাশে লাল পায়রা উড়ছে-
বঙ্গপোসাগর থেকে অতলান্ত সমুদ্রের তীর অব্দি
এই আকাশ ব্রজের নারী প্রজাপতিহীন ফুলের সর্বনাশ
বিষণ্নচোখে আমার যত যতিচিহ্নের ভুলগুলো
অদর্শনে এভাবেই কেটে যায় দিন কেটে যায় পূর্ণিমা
অরণ্য এবং আকাশ দুই সময়ের সমপাদ্য বিন্দুটি
হেসে খেলে কেঁদে ওঠে ভুল শহরের দেশ-বিদেশে
রাতের আকাশে জ্যোৎস্নার মখমলে শুয়ে থাকি
আর মনের অদ্ভুত আয়নায় নিজেকে দ্যাখি-
তুমি মনোখন্ডের সবুজ বিকেলে নীলাঞ্জনা হয়ে ওঠো