শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুইটা জীবন কেউ চায় না

দিলীপ কির্ত্তুনিয়া
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
দুইটা জীবন কেউ চায় না

দুইটা জীবন কেউ চায় না-

আপাতত চায় না।

চায় এই জীবনটা আরো প্রলম্বিত হোক-

এই জীবনের মাঠ ঘাট

সুখের ফসলে ভরে যাক।

এই জীবনের পাত্রগুলো যেন

শূন্য পড়ে না থাক।

চোখ মন অন্তর সব ভরতে চায়।

বড়ো বড়ো বাড়িঘর, ধানের গোলা

জামার পকেট- যেখানে সংরক্ষণের

যত সুবিধা-

যেখানে যা কিছু ধরে- ইচ্ছে পূরণ

স্বপ্ন পূরণ- চায়।

যেখানে উঁচু সেখানে সিঁড়ি বানিয়ে

উঠতে চায়। পথ পেলে

অশান্ত মন চায় ছুটতে।

হাতের মুঠোয় দখল চায়

ক্ষমতায় করায়ত্ত চায়

ভালোবাসার সিঁড়ি বেয়ে উঠে উঠে

কারো বুকে পৌঁছতে চায়

কেউ থামতে চায় না।

ফুলের মতো মেলে দেয়া পৃথিবীর পাঁপড়ি

সবাই চায় তার রূপ গন্ধ নিতে-

মৃতু্যর সময় হয়তো আর একটা জীবন চায়

কিন্তু আপাতত কেউ দুইটা জীবন

চায় না।

এই জীবনটা চায় আরো প্রলম্বিত হোক

আরো বেঁচে থাকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে