লাবণ্যভরা ধন ধান্যের এ দেশ
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
রবীন্দ্রনাথ অধিকারী
রক্তের দামে কেনা এ দেশ
হোক চির অম্স্নান চির অক্ষয়
মুক্তির শপথ মুক্তির স্বাদ
কোনোভাবে যেন বৃথা না হয়,
মাটির ঘরের মতো যেন ধসে না পড়ে
উৎস খুঁজে বের করতেই হবে আমাদের চেতনার জয়
কোথা থেকে শত্রম্নর ষড়যন্ত্র হয়!
চলতে হবে ঐক্যেও দৃঢ় সূত্র ধরে
যেন এ দেশ সোনার বাংলায় পরিণত হয়
আমাদের স্বাধীনতার সূর্য যেন
কোনোভাবে অস্তমিত না হয়
লাল-সবুজের পতাকা যেন
কোনোভাবেই অবনত না হয়
সৌর্যবীর্যে পূর্ণ মর্যাদায়
এ বাংলা যেন স্বর্গেও মাতা হয়
লাবণ্য ভরা ধন-ধান্যেও এ দেশ
যেন না হয় কালিমাময়
একাত্তরের গৌরব
যেন কোনোভাবে স্স্নান না হয়।
এসো আমরা এগিয়ে চলি নির্ভয়ে
এগিয়ে চলি 'জয় বাংলা'র অমরত্ব জয়ে।