শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শীতকাহন

জাফর পাঠান
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
শীতকাহন

আকাশ ও মাটি ফুরে বেড়িয়ে যখন আসে

নির্দয় হিম সৈন্যের রুদ্র দল,

অগণিত অস্ফুট আর্তনাদ গুমরে কাঁদে

সকাল, দুপুর, নিশি অনর্গল।

কেবা বুঝে আর খুঁজে কাঁদার উৎসস্থল

প্রকৃতির চক্ষু কেন ছলছল,

হাটে-ঘাটে-মাঠে নিশিরাতে নির্জন গলিতে

অশ্রম্ন ফোঁটার নহর কলকল।

লুটে খায় সভ্য যুগের অসভ্য দানবেরা

যুগের হাড়-গোড় নৈতিক দন্ড,

অনাথরা পড়ে থাকে রাজমার্গে, ফুটপাতে

উদয়াচল সপ্নেরা খন্ড খন্ড

গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত, শীত ও বসন্ত

কারো হাসি বারোমাসী, কারো দুঃখ অনন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে