নিয়তি ও সুহাসিনীর মুখ
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
এনাম আনন্দ
কয়দিন আগেও আয়নার সামনে দাঁড়ালে
স্পষ্ট দেখতে পেতাম সুহাসিনীর মুখ!
কখন ঘণ্টা পার হয়ে যেতো- টেরই পেতাম না।
মনের ভেতর মন ডুবিয়ে
আকার ইঙ্গিতে কত কথা! কী যে মধুর খুনসুটি!
শেষমেষ টাইয়ের নক ঠিক করাই ভুলে যেতাম।
আম্মার ডাকে চেতন হয়ে-
দৌঁড়াতাম অফিসের দিকে; সময় বড় অদ্ভুত! জীবন নামের ঘানিচক্রে
সরিষার খোসায় আটকে গেছে মধুময় ক্ষণ!
এখন-
আয়নার সামনে দাঁড়ালেই দেখি
সুহাসিনীর ২০৬টি হাড়!
নিয়তি কখন কাকে কোথায় নিয়ে যায় কে জানে।