আমার জীবনে এমনই কিছু বরফ সকাল ছিল
ছিল কিছু তুষার কুচি,
চোখের পাপড়িগুলো সাজতো বরফকুচিতে
আবেগের উত্তাল তরঙ্গে কিছু আবেদন দুলতো
ধূসর আকাশে স্বপ্নরা উড়ে বেড়াতো
এটাই ছিল আমার নিজস্ব সুখের রাজ্য
কারো কাছে এসব অনিয়ম
তাতে কি, আমি না হয় একটু নিয়মের বাইরেই ছিলাম।