শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দ্বিতীয় শৈশব

মেহেদী মাসুদ
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
দ্বিতীয় শৈশব

পেছনের দিকে হাঁটছি-

স্মৃতিদের রেখে এসেছি যেখানে।

জীবনের খন্ডিত অংশগুলো

\হজোনাকি হয়ে জ্বলছে যেখানে।

নদীকে কি উল্টোপথে চলতে দেখেছো কখনো?

তবে পেছন পানে কেন এই ফিরে চলা?

আর কত হাঁটতে হবে?

কত দূরে জীবন?

ধানের শীষের ডগায় বসে আছে

একজোড়া গো-শালিক।

তাদের হালকা হলুদ চোখের মণি

যেন এক একটি পূর্ণ ধান,

যে ধানের সোনালী আলোয় ঝলমল করে উঠছে

আমার গ্রামের মুখ।

আর সবুজ শান্ত গাছের সারি

অভ্যস্ত শীতল ছায়ায় ঘিরে রেখেছে একটি পদ্মপুকুর।

শিশির ভেজা দূর্বাঘাসের বুকে

একদল শিশু গোলস্নাছুট খেলছে।

পাশের মেঠোপথ ধরে বাউল গান গাইতে গাইতে

গরুর গাড়ি নিয়ে এগিয়ে চলছে গাড়িয়াল ভাই।

তবে কি সেই গাড়িয়াল ভাই ডাকছে আমায়?

ভরা বর্ষায় বাড়ির পাশের পাটক্ষেত

পানিতে থৈ থৈ করছে।

ঘর ছেড়ে বেড়িয়ে আসা কুনো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাক

\হনতুন প্রাণ আনছে কৃষকের মনে।

দূরে ঠাই ঠাই আলো জ্বলছে গঞ্জের হাটের দোকানগুলোতে,

যেন মিটিমিটি তারার আলো-আঁধারি খেলা।

পুজোর মেলার গমগম আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে দিক দিগন্তে,

এখানে স্বপ্নের বর্ষণে অবিরাম ভাসছে জীবন।

তবে কি সেই জীবন ডাকছে আমায়?

সময়কে কি দেখেছ পেছনে ফিরতে?

তবে পেছন পানে কেন এই ফিরে চলা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে