জাহাজডুবি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

জে এম আজাদ
পাহাড়ে আগুন জ্বলছে ভেতরে লাভার উদ্গীরণ জল দুলছে সপ্তসিন্ধুতে আমার কি যে হয়েছে আজ আমি দেখছি নদীজলের সুষমা। কুয়াশা গাঢ় হচ্ছে কান্তজী মন্দিরের পথে কুমারী এক পা রাখল প্রথম শ্রাবণে সাগরে ভাসছে মরা লক্ষ্ণীন্দর আমার কি যে হয়েছে আজ আমাকে পেয়ে বসেছে পারুলের ঘ্রাণ। মৃত এই ঘাসফুলের লতায় কেন যে তোমার হাঙর বেঁধেছ কেন যে উছলে দিয়েছ তোমার মন-পীড়নের ঢেউ? এই সন্তের বসতগ্রহে তাই আজ জাহাজডুবি হচ্ছে হৃদয় সরণিতে হচ্ছে পারিজাত কুসুমের দাহ।