যখন ভালো লাগাগুলো হারিয়ে যাবে
নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে।
নিজের ওপর যখন প্রচন্ড রকমভাবে
রাগ ক্ষোভ আর অভিমান হবে।
হতাশা যখন নিজেকে গ্রাস করে নেবে
তখন সেই মানুষ কে খুঁজে নিও,
নিঃসঙ্গতার মাঝেও সে ঠিক সঙ্গ দিয়ে
সারা দিনের কষ্ট ভুলিয়ে দেবে।
এমন মানুষ পেলে দুঃখ নেবে কেড়ে,
নিদারুণ যন্ত্রণা তখন যাবে ভুলে।
দু'জনের না বলা জমানো শত কথার
ভিড়ে সুযোগ পেলে হেসো প্রাণ খুলে।
দুঃখ আর যন্ত্রণা কে ছুটি দিতেই পার
সময় হলো বিদায় নিক এবার তারা
অনেক কষ্ট হয়েছে সহ্য করা, আর না
খুব ভালো আছি এখন তাকে নিয়ে।।