শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ইনিস্টেন্ট মায়াছলে

বদরুল হায়দার
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইনিস্টেন্ট মায়াছলে

প্রজাপতির পাখনায় ভর করে উড়ে না সময়।

বিহঙ্গলতায় জড়িয়েছি স্বপ্নের ঠিকানা

লজ্জাবতীর দোটানা উত্তেজনায় তুমিও

প্রকৃতির অজানায় নাচো আনন্দ-বেদনা।

দিলখোলা স্বপ্নের শহরে গোলাভরা মন

কিস্তিও সুজনে ওজনে গড়ে গৃহ পর্যটন

নকল ইসু্যতে নিশুতির নিত্যধ্যানে চলে

নৈরাশ্য শাসন। তুমি ইনিস্টেন্ট মায়াছলে

জনবলে যোগ কর নিষিদ্ধ আপন।

আমি ভালোবেসে সাবধানে নগরের কানে

বলে দিই শুভসংবাদ। পূর্বাভাসে

হৃদয়ের ডুবুচরে শ্বাসরুদ্ধ অবিশ্বাসে চলে

মহামূল্য হ্রাস। বানানো মিথ্যার চালে

সর্বনাশের কবলে পড়ে বাদ প্রতিবাদ।

বেপরোয়া অজানা শখের বসে সবুজ হৃদয় ঘাসে

খসে পড়ে রসের পুরাণ। তুমি স্বপ্নাকাশে

স্বর্ণলতায় বেঁধেছ প্রেমের দুঃশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে