আহা

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

কনক কুমার প্রামাণিক
আহাঃ! কি নিদারুণ করুণ সে আর্তি বুকে জমাট বাঁধা কষ্টের বন্দিত্ব থেকে সুখের একপশলা বৃষ্টি হয়ে ঝড়ে যেতে চায়। দীর্ঘায়িত সে দীর্ঘশ্বাস মুখে তীব্র বিরক্তির সুস্পষ্ট রেখা সীমাহীন ক্লান্তির মাঝে অজান্তে আসে আহাঃ! পুনঃ পুনশ্চ বেদনা হতাশা আর আপসোসে স্বরযন্ত্রে অকস্মাৎ ধ্বনি-প্রতিধ্বনিত হয় সমবেদনা আর সান্ত্বনায় কখনো সখনো উচ্চারিত আহাঃ!