যে দিনগুলো হয়েছে গত
তা আর আসবে না ফিরে
ঝরা বকুলের সজীবতা জেনো
শুকিয়ে যায় ধীরে ধীরে,
কাঁটা বিঁধিলে মনের পায়েতে
খুঁড়িয়ে খুঁড়িয়ে ধায়
চিপিলে লেবু অতি মাত্রায়
রস তিতা হয়ে যায়।
ভাঙিল যে কাঁচ জোড়া লাগালে
দাগ যায় না তার
মনের ভেতরে ভাঙিছে যে প্রাণ
চাঙ্গা হবে না আর,
বৃথা চেষ্টায় যতই লাফালে
মিছে সবি অভিনয়
মিছামিছি জল করে টলমল
প্রতারণার আঁখিময়।
যে জলে আজ ভরে দিলে
ঐ পদ্মা যমুনার বুক
জল শুকালে সেই বুকে হবে
চৌচির ধুকপুক,
বিধাতার লীলা বুঝিলে কি আর
শয়তানে করে ভর?
সময়ের কথা সময়ই বলে দেয়
আঁচল মেলিয়া ধর।
মনের কোণে ইচ্ছার বসত
অনেক দেখার সাধ
ভাঙিল যে জল আধারসহ
কে গড়িবে তার বাঁধ?
যে পথ বাঁধিল পথের ওপাশে
ভিন্ন পথের দিক
পথের শেষে পথের ধুলা
ঝোপঝাড় বুঝে নিক।
একটা গোপন বাসনা বুকে
পুষে রাখছি জেনো
চায়ের কাপেতে দেখা হবে
এক নীরব বিকালে মেনো।
যেদিনগুলো গত হবে
তার চারণ করিব বসে
গোধূলিবেলায় পথের দু'দিকে
চলে যাব অবশেষে!