ধর্মপুত্র যুধিষ্টিরও কৌশলে মিথ্যা বলেন
গিরিকার স্মরণে উপরিচরবসুর ঘটে রেতঃপাত
মানুষের স্খলন তবু কেন ক্ষমাহীন?
মেনেলাস এর পত্নী হেলেন অপহৃত হয় কেন?
আদ্যপান্ত জানেন অন্ধ হোমার
সোনার আপেল পেলে
দেবী আফ্রোডাইটও হয়ে যান চক্রান্তকারী
বিশ্বাস নিয়েছে বিদায় পৃথিবী থেকে
বন্ধুর বেশ ধরে সাইক্লোপস আসে
মৎস্যকন্যার মায়াবী গানে তাই
ক্রমাগত যাচ্ছি ভুলে পথঘাট বাড়ি
বাঁচতে চাই আমি বাঁচাও বাঁচাও
ক্রেডিট কার্ডে জমা দাও ভালোবাসা
সংকট নিরসনে একটাই খোলা আছে পথ
মৃতপ্রায় বৃক্ষেও জেনো
ক্লোরোফিল প্রাণে জাগে সর্যের তৃষা।