শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কথার কাঁটা

মমতা মজুমদার
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
কথার কাঁটা

হাজারটা ব্যর্থতা,

আর বুকের অতলে জমিয়ে রাখা শোকের ছায়া!

ব্যথাহত করেছে নীরবে এক একটা কথার কাঁটা।

অদৃশ্য সংলাপে লাল নীল কষ্টগুলো যায় কী দেখা?

বুকের ভেতর নৈঃশব্দ্যে তরল রক্তের বন্যা বয়ে যায়।

তবুও খুঁজে চলেছি আমি শুধু অযথা;

কোথায় রয়েছে আমার সেদিনের সুখের ময়নাটা!

কথাগুলো চাবুকের ন্যায় সারাক্ষণ আমাকে কাঁদায়।

পুড়ে যাওয়া হৃদয়ে ছটফটিয়ে ওঠে নিরালায়

খুঁজে বেড়াই আজও সে পুরনো দিনপঞ্জিকা;

আমাকে যেথায় হাসতে শিখিয়েছে, ভুলে গিয়েছে

কয়েকশত অযুত ব্যথা!

জমকালো আয়োজনে তবুও এক সংসার যাত্রায়

নিস্তব্ধ করে দেয় মাঝে মাঝে অঘোর ঘুমের নেশা।

কেন যে এই অদ্ভুত জীবনের মানে বুঝে আসে না,

আপন মানুষ পর হয় ক্ষণিকে তিক্ত জ্বালায়!

মন নিয়ে লুকোচুরি খেলেছি কেবল আমরা

ব্যথার আঘাতে ভুলেছি সকলে চিৎকার করে

দিতে কান্না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে