জিভের জলের বাঁধ ভাঙা নদী লেলিহান বিভীষিকা
উদ্ভাসে ছোটে জীবনের তরী উলস্নাসে মরীচিকা,
লোভের বাতাসে ঘামের ফোঁটায় রংচটা বিচরণ
দহনের রোদে অনুভব আঁকি বিভ্রম অনুক্ষণ।
রাতের আঁধারে কামনার চাঁদ হেঁকে যায় কলতান
কুলসিত করে ধারাপাত গাঁথা বিদ্রম্নপ অপমান,
আগুনে পুড়ছে নিথর বিবেক সীমাহীন ভালোবাসা
কলঙ্ক আঁকে স্বপ্ন কাজল প্রতারিত অভিলাষা।
বিবেকের নদী শুকিয়ে হয়েছে চৌচির মরা খাদ
হৃদয় দুয়ারে লেপেছে কালিমা সীমাহীন অবসাদ,
বুকের ভিতরে মেঘলা আকাশ নিরুপায় প্রতিঘাত
ভাঙা জানালায় বজ্রের ডাক নির্ঘাত কুপোকাত।
মাথার ভিতরে ঘুরে চলে রোজ অরাজক ব্যভিচার
অবেলায় ডাকে ঘোর অমানিশা নেই যার প্রতিকার,
অসীমের মাঝে বিশাল আকাশ উদারের আলপনা
অথচ সেখানে ডুকরিয়ে কাঁদে মেঘেদের গঞ্জনা।