অন্ন পাপ

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
কুরু বংশের অন্ন উদরে নত রাখি শির নিশিদিন। প্রশংসা গীত আর আনুগত্যে ভৃত্যের ন্যায় নিজেরে সাজাই। সত্য, মিথ্যা, সাদা, কালো একাকার অন্নদাতার অদৃশ্য ইশারায়। তুমি বাঁচ বিহঙ্গের স্বাধীনতায় অন্ন পাপে ভয়ে নও আড়ষ্ট। তুমি কেন জ্বলে ওঠ না তুমি কেন দাঁড়াও না সত্য রে ভালোবাসি? আমার আছে পাপ আর আনুগত্য তোমার তো নেই কোনো দায়! মরমে মরে জ্বলি নিশিদিন নিজেরই টুটি চেপে ধরি ভয়ে। কথাদের চোখ রাঙাই ভাষাকে রাখি লৌহ সিন্দুকে। শুধু তোমার জ্বলে ওঠার অপেক্ষায় গৃহপালিত আমি প্রহরগুনি এখনো।