গাত্রোত্থান পর্বে ওঠে দাঁড়িয়ে দেখি অলিখিতভাবে
আমি চলে গেছি অন্যের দখলে
শুধু আমি না, আমার পুরো পরিবার
সহায় সম্পদ যা-কিছু আছে স্থাবর-অস্থাবর সবই
আমাকে সাবধান করে কিছু মানুষ ক্লান্ত
হতে হতে নিরুপায় পর্যবেক্ষণে সাক্ষী রেখেছে
\হকিছু ঘটনা কিছু অদৃশ্য আমলনামা
তা-ই তারা বলে যাচ্ছে এখনো-
কেউ শুনলো কী শুনলো না এই বিবেচনাকে
আগ্রহ্য করে পালন করে যাচ্ছেন নিষ্ঠাব্রত
যা-কিছু আমার কর্ণকুহরে প্রবেশ করার ছাড়পত্র লাভে
ব্যর্থ হয়েছে- তা-ই আজ পদাতিকবাহিনী অশ্বারোহী অথবা
ঐরাবত সওয়ারী ধীর কদম এগিয়ে এসে
আমার সমুখে মেলে ধরেছে প্রাণের পতাকা
\হআর মানচিত্রের সবুজ জমিন
অদৃশ্য হাহাকারের পরম আহাজারি হতে হতে
\হউদ্বাহু তুলে ধরে আছে দুটো হাত শুধু নয়,
\হছত্রিশ কোটি হাতের প্রাণবন্ত প্রার্থনা
এবার ফিরাও আমাদের- আমাদের ওই তর্জনী
\হআজ বড়ো বেশি প্রয়োজন
যা-একদিন রেসকোর্সের ময়দানে মাথা উঁচু করে
\হআকাশ ছুঁয়েছে- বাতাস ছুঁয়েছে-
\হআলোময় একটি দিন ছুঁয়েছে
যে আকাশ আমাকে শিক্ষা দিয়েছে উদার হতে
যে বাতাস আমাকে শিক্ষা দিয়েছে প্রবল হতে
যে আলোময় দিনটি আমাকে শিক্ষা দিয়েছে
স্বাধীনভাবে পথ চলতে
দ্বিধাহীন দুর্দান্ত অভিযানে গেরিলার মহিমায়
অধিকার ছিনিয়ে আনতে আমার গাত্রোত্থান পর্ব
\হআজ বড়ো বেশি অর্থময়
আমার প্রাপ্ত মুক্তিমন্ত্র আজ আলোর দিশারি- পথপ্রদর্শক
আর পেছন ফেরার সময় নেই
এখনই সত্যের হাতে নিজেকে সঁপে দিয়ে
তার নেতৃত্ব মেনে নেব পরম শ্রদ্ধায়-স্নেহে-ভালোবাসায়
সবাই কাতারবন্দি হব- আবালবৃদ্ধবনিতা
এখনই মুক্তির সময়
নতুন সূর্যের আগমন প্রত্যাশায় বুকটান করে দাঁড়াবো সবাই