তোমার নিরাপত্তা
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০
স্বপ্নীল ফিরোজ
বুকে বিঁধে আছে দূরত্বের বিচ্ছেদ ব্যথার শর। তবু মায়ের
নকশিকঁাথা সেলাইয়ের মতো আমিও বুনে যাই স্বপ্ন। এই
পরবাসে কত উপহারে ভরে যায় ঘর। তোমার জায়গা
শুধু শূন্যই থেকে যায়। এখনো তোমার গাঙে জানি আছে
চঁাদের ঝিকিমিকি আলো। ঢেউ নিয়ে যারা খেলে, তারা
কি জানে, আমার ভাবনা জুড়ে শুধু সুযোগ সন্ধানী রাহু?
যে কোনো পূণির্মা তিথি হতে পারে গ্রহণকাল। এবার
শ্রাবণে তোমাকে পাঠাবো সাতপাকের কুÐলী। ঋতু¯œান
শেষে তুমি যাতে থাকো সবোর্চ্চ নিরাপদ।