শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে নারী বিচারক ২৬ শতাংশ

আইন ও বিচার ে
  ১০ মার্চ ২০২০, ০০:০০

৪৫ বছর আগে নারী বিচারক ছিলেন মাত্র একজন। বর্তমানে নারী বিচারকের সংখ্যা ৫৩০। এর মধ্যে অধস্তন আদালতে আছেন ৫২২ জন বিচারক। আর সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন আটজন নারী।

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের অধস্তন এবং সুপ্রিম কোর্টে (আপিল ও হাইকোর্ট বিভাগ) মোট বিচারকের সংখ্যা এখন ২ হাজার ২৪। অর্থাৎ শতকরা হিসাবে বিচারকের ২৬ শতাংশ হলেন নারী। তবে শুধু নিম্ন আদালতে কর্মরত বিচারকের ২৭ ভাগ নারী।

১৯৭৫ সালে নারী বিচারক হিসেবে নিয়োগ পান বাংলাদেশের প্রথম নারী বিচারক নাজমুন আরা সুলতানা। আর ২০০০ সালে নাজমুন আরা সুলতানা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। আর ২০১১ সালে আপিল বিভাগে নিযুক্ত হন বিচারপতি নাজমুন আরা সুলতানা। ২০১৭ সালে তিনি অবসরে যান।

বর্তমানে আপিল বিভাগে কর্মরত রয়েছেন বিচারপতি জিনাত আরা। হাইকোর্ট বিভাগে কর্মরত সাত নারী বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, ফারাহ মাহবুব, নাইমা হায়দার, কৃষ্ণা দেবনাথ, কাশেফা হোসেন, ফাতেমা নজীব ও বিচারপতি কাজী জিনাত হক।

বর্তমানে নিম্ন আদালতে বিচারকের সংখ্যা ১ হাজার ৯১৭। এর মধ্যে পুরুষ বিচারকের সংখ্যা ১ হাজার ৩৯৫, আর নারী বিচারকের সংখ্যা ৫২২। জেলা জজ পদমর্যাদায় বর্তমানে ৪০ জন নারী কর্মরত রয়েছেন। অতিরিক্ত জেলা জজ পদে ৫৫ জন, যুগ্ম জেলা জজ পদে ৭০ জন, জ্যেষ্ঠ সহকারী জজ পদে ১৭৩ জন এবং সহকারী জজ হিসেবে দেশে ১৮৪ জন নারী কর্মরত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<91849 and publish = 1 order by id desc limit 3' at line 1