শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
চীন

নিষিদ্ধ হচ্ছে নিকৃষ্ট মানের পস্নাস্টিক

আইন ও বিচার ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

চীনে একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক কমাতে বড় পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২০ সাল শেষ হওয়ার আগেই বড় শহরগুলো থেকে এবং ২০২২ সালের মধ্যে সব শহর থেকে নিকৃষ্ট মানের পস্নাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি পস্নাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে চীন অন্যতম।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই রেস্তোরাঁগুলোতে একবার ব্যবহারযোগ্য খাওয়ার পাইপ (স্ট্র) ব্যবহার নিষিদ্ধ করা হবে। শত কোটির বেশি মানুষের দেশ চীন বর্জ্য অপসারণে হিমশিম খাচ্ছে। দেশটির সবচেয়ে বড় আঁস্তাকুড় ১০০টি ফুটবল মাঠের সমান। সেটি এখন আবর্জনায় ভরে গেছে।

জানা গেছে, ২০১৭ সালে চীন নগরের বিভিন্ন বাড়ি থেকে ২১ কোটি ৫০ লাখ টনের বেশি বর্জ্য সংগ্রহ করেছিল। তবে এসব বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা সহজ হয়নি।

চীনের দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন নতুন এই নীতি জারি করেছে। আগামী পাঁচ বছরে এই নীতির বাস্তবায়ন হবে।

২০২২ সালের মধ্যে সব শহর ও এলাকা থেকে পস্নাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হবে। তবে যেসব বাজারে তাজা পণ্য বিক্রি করা হয়, সেগুলোর জন্য ২০২৫ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শূন্য দশমিক শূন্য ২৫ এমএমের চেয়ে কম ঘনত্ববিশিষ্ট পস্নাস্টিক ব্যাগের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হবে।

রেস্তোরাঁগুলোকে একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক পণ্যের ব্যবহার ৩০ ভাগ কমাতে হবে। ২০২৫ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক পণ্য বিনা মূল্যে না দিতে বলা হয়েছে হোটেলগুলোকে।

পস্নাস্টিক ব্যবহারের বিরুদ্ধে চীনের এই উদ্যোগ এবারই প্রথম নয়। ২০০৮ সালে খুচরা বিক্রেতাদের বিনা মূল্যে পস্নাস্টিক সরবরাহ বন্ধ করেছিল চীন সরকার। ২০১৭ সালে পস্নাস্টিক বর্জ্য আমদানিকারক অন্যতম বড় দেশ চীন বিদেশি পস্নাস্টিক বর্জ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছিল।

এর আগে চীন ছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক ব্যাগ বন্ধের ঘোষণা দিয়েছিল। দেশটি এ বছরের শুরুতে বড় দোকানগুলোতে ২০২১ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক ব্যাগ বন্ধ করার ঘোষণা দিয়েছিল।

এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মার্কেট ও সাধারণ বাজারে ২০২০ সালের জুন মাসের মধ্যে একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিকের ব্যবহার বন্ধ করতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপেও একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক বন্ধ করা হয়েছে।

ইন্টারনেট অবলম্বনে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86306 and publish = 1 order by id desc limit 3' at line 1